অবতক খবর , নদীয়া :      কাঁটায় কাঁটায় রাত বারোটা। ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হলো রানাঘাট পৌরসভায়, ৭৪ তম স্বাধীনতা দিবস পালন করা হলো l প্রত্যেক বছর ১৫ই অগাস্ট রাত ১২ টার সময় জাতীয় পতাকা উত্তোলন করা হয় l এই বছর করোনা সংক্রমণ এর জন্য নানা অনুষ্ঠান বন্ধ রাখলেও জাতীয় পতাকা উত্তোলন ঠিক ১২ টায় উত্তোলন করে ৭৪ তম স্বাধীনতা দিবস অনুষ্টিত হলো l

জাতীয় পতকা উত্তোলন করেন রানাঘাটের পৌর প্রশাসক পার্থ সারথী চট্টোপাধ্যায় l উপস্থিত ছিলেন ১০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর রানাঘাট পৌর প্রশাসক কমিটি সদস্য কোশল দেব বন্দ্যোপাধ্যায় ও ১১ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বর্তমান প্রশাসক কমিটির সদস্য পবিত্র ব্রহ্ম সহ বিশিষ্ট ব্যক্তিগন। স্বাস্থ্য দপ্তর কর্তৃক সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী জেলার মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রানাঘাটে। এর মধ্যেই জাতীয় আত্মমর্যাদাবোধ থেকে, দেশের প্রতি দায়বদ্ধতা থেকে কোন ভাবে প্রতিহত করতে পারেনি রানাঘাট পৌরসভার মনোবল। পারস্পরিক দূরত্ব, বহু জনসমাগম এড়িয়েও তাই প্রশাসকগণ মধ্যরাতেও হাজির পৌরসভায় উত্তোলিত পতাকাতলে।