অবতক খবর,৭ ডিসেম্বর: জাওয়াদ নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে পাকা ধানে ক্ষতির মুখে পড়ে গিয়েছেন রাজ্যের কৃষকরা। বর্ষণের জেরে ধান চাষের জমিতে এক হাঁটু জল জমে বর্তমানে মাথায় হাত পড়েছে কৃষকদের।

মূলত দক্ষিণ ২৪ পরগনা কুলপি কাকদ্বীপ সাগর দ্বীপ নামখানা পাথরপ্রতিমা রায়দিঘি ক্যানিংয়ের বর্তমানে চাষ করা মাঠের এই ধান গোলায় উঠবে কিনা তা নিয়ে বিস্তর চিন্তায় পড়েছে কৃষিজীবীরা।

এই অবস্থায় কৃষকদের পাশে দাঁড়াতে ধানক্ষেত পরিদর্শন করলেন কুলপি ব্লকের গাজীপুর অঞ্চল প্রধান ও কুল্পি ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি আব্দুর রহিম মোল্লা।
জানাগেছে গাজীপুর অঞ্চলের ১৮টি মৌজার ৯৯৭ হেক্টর জমি প্রায় 98% ক্ষতির মুখে পড়েছে কৃষকরা। এবং এই এলাকার দুর্ভিক্ষ নেমে আসতে পারে বলে এমনটাই দাবি করেন পঞ্চায়েত প্রধান আব্দুর রহিম মোল্লা। পুরো বিষয়টি ব্লক ও জেলা কৃষি আধিকারিককে জানানো হয়েছে। তবে অসময়ে যে ক্ষতির মুখ দেখতে হবে সেটা ভাবতে পারিনি।
চাষীদের কে আশ্বস্ত করেন ক্ষতিপূরণের ব্যবস্থা করে দেওয়ার জন্য।