অবতক খবর,১৯ আগস্টঃ চেতলায় বাড়ি থেকে বেরিয়ে ফিরহাদ হাকিম ডেঙ্গু প্রসঙ্গে বললেন, হ্যাঁ আমি জানি যে সকল ওয়ার্ড গুলোর নাম রয়েছে ডেঙ্গু উদ্বেগজনক পরিস্থিতির তালিকায় সেখানে আমার ওয়ার্ড অর্থাৎ 82 নাম্বার ওয়ার্ডের নাম রয়েছে। ডেঙ্গুর ক্ষেত্রে যদি আমরা দেখি যেসকল ওয়ার্ডগুলোতে পুরোনো বদ্ধ বাড়ি যেগুলো রয়েছে সেইসব জায়গাগুলোতে, ওয়ার্ড গুলোতে ডেঙ্গুর প্রবণতা বেশি। যেসকল ওয়ার্ড এ খোলা মাঠ বা খোলা জায়গা রয়েছে সেই সকল জায়গায় কিন্তু ডেঙ্গুর প্রবণতা কম। মানুষ কোথাও কোথাও ফাঁকা কলসি টায়ার এসব ফেলে রাখছে এবং বেশিরভাগ পুরনো বাড়ির ছাদ গুলোতে কিন্তু পরিষ্কার জল জমছে এবং সেখান থেকেই এই প্রবণতা বাড়ছে। আমাদের টিম সব সময় নজর রাখছে প্রচার করছে সতর্ক রাখার চেষ্টা করছে মানুষকে। মানুষকে আরও সচেতন হতে হবে।

গতকাল মুম্বাইতে সামগ্রিকভাবে অস্ত্র উদ্ধারের ঘটনা নিয়ে ফিরহাদ থাকিম বলেন,আমার মনে হয় ভারতের শত্রুরা আবার সচল হচ্ছে । ভারত সরকারকে আরো নিরাপত্তা বাড়ানো উচিত এবং সতর্ক থাকা উচিত। পরবর্তীকালে যেন কোনো আক্রমণ যাতে ভারতের দিকে না আসে সেটাই দেখা উচিত ।