অবতক খবর,১৯ আগস্টঃ একলাফে ২ টাকা বেড়েছে প্যাকেটজাত দুধের দাম। আর তাতেই নাভিশ্বাস সাধারন মানুষের। দুধের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় নিজেদের সন্তানকে পুষ্টি যোগাতে হিমসিম খাচ্ছেন শহরের নিম্নবিত্ত গরীব মা বাবারা। জন্মাষ্টমীতে শ্রী কৃষ্ণকে ননী মাখন খাওয়ানোর রেওয়াজ। এবার শহরের খ্যাতনামা পুজো কমিটি ঢাকুরিয়া বাবুবাগান সেই রেওয়াজ ভাঙছে। শ্রী কৃষ্ণের বদলে শুক্রবার সেই দুধ তুলে দেওয়া হল শহরের অর্ধভুক্ত অপুষ্ট কচিকাঁচাদের হাতে।

গরিবের ঘরের গোপালদের কৃষ্ণ সাজিয়ে ননীর বদলে দুধ দিয়ে জন্মাষ্টমী। একই দিনে, নিজেদের ইউনেসকো হেরিটেজ দুর্গাপুজোর এবারের থিম জনসমক্ষে আনবে বাবুবাগান সর্বজনীন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালা রায় দেবাশিস কুমার দেবব্রত মজুমদার ও জাভেদ খান প্রমুখ।