অবতক খবর,৭ জুলাইঃ শিক্ষক পদে ১৭ হাজার চাকরি তৈরি থাকলেও রাজ্য দিতে পারছে না বলে সম্প্রতি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে বললেন আরও ৩০ হাজার চাকরি তৈরি রয়েছে। কারা সেই চাকরি পাবেন তাও স্পষ্ট করেছেন তিনি।

তিনি জানিয়েছেন, আইটিআই এবং পলিটেকনিক থেকে যাঁরা স্কিল ট্রেনিং নিয়েছেন তাঁদের চাকরির ব্যবস্থা করবে রাজ্য। এর জন্য রাজ্য চাকরি মেলারও আয়োজন করবে বলে জানিয়েছেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আইটিআই ও পলিটেকনিকে স্কিল ট্রেনিং দিচ্ছি। জব ফেয়ার করছি আমরা। চাকরিপ্রার্থী ও চাকরিদাতাদের মিলিয়ে দিচ্ছি। ইতিমধ্যেই ৩০ হাজার চাকরি তৈরি আছে। স্কিল ট্রেনিং যাঁরা নিয়েছেন, তাঁদের চাকরি দেওয়া হবে।’’