অবতক খবর,৭ জুলাইঃ গত ২৮ জুন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবি নিয়েও রাজ্যপালের কাছে গিয়েছিল তৃণমূলের প্রতিনিধিদল।আজ দিলীপ ঘোষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে এ বার রাজ্যপাল জগদীপ খনখড়ের দ্বারস্থ হচ্ছে তৃণমূল।

সম্প্রতি কলকাতায় একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ, এমনটাই অভিযোগ তৃণমূলের।

তাঁর সেই মন্তব্যের প্রতিবাদেই তৃণমূল নেতৃত্ব রাজ্যপালের দ্বারস্থ তৃণমূলের প্রতিনিধি দল ।দিলীপের মন্তব্যের ভিডিয়ো রাজ্যপালের হাতে তুলে দেওয়া হতে পারে বলেই সূত্রের খবর।