অবতক খবর,৭ জুলাইঃ মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন মছলন্দপুর থেকে স্বরূপনগর পর্যন্ত একটি রেলপথ তৈরির সিদ্ধান্ত নিয়েছিলেন। এবারে মসলন্দপুর থেকে স্বরূপনগর পর্যন্ত ট্রেন লাইন কাজ শুরুর উদ্যোগ নিলেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর আজ মসলন্দপুর স্টেশন পরিদর্শন করলেন সাংসদ। তিনি জানালেন কথা দিয়েছিলেন তিনি যা কথা দেন তার মতন কাজ করেন।

স্বরূপনগর পর্যন্ত জমি জট মিটেছে বলে তিনি দাবি করেন। এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর কাছে তিনি চিঠি লিখেছিলেন এবং তাড়াতাড়ি কাজ শুরু হবে বলে জানালেন সাংসদ। আজ মসলন্দপুর স্টেশনে বিশেষ ট্রেনে করে পরিদর্শন করতে আসেন ডিআরএম।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শান্তনু ঠাকুর জানান তৃণমূল কি বলছে তা নিয়ে তিনি ভাবছেন না তিনি কাজ করে যেতে চান।

সাংবাদিকরা প্রশ্ন করেন, তৃণমূলের দাবি সামনে ভোট আসছে তাই নতুন করে লাইন বিছানোর কথা বলা হচ্ছে। শান্তনু ঠাকুর বলেন, তৃনমূল যদি তাই মনে করে তা করতে পারে। তবে রেল লাইনের জন্য জমি পাওয়া গেলে কাজ দ্রুত শুরু হবে।