অবতক খবর :: উত্তর দিনাজপুর ::    চাঁদা তুলে দুঃস্থ ও অসহায় মানুষদের পাশে দাঁড়ালো গুঞ্জরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ অন্যান্য সদস্যরা এবং এলাকার ব্যবসায়ীরা। বুধবার ওই এলাকায় প্রায় দুই হাজার মানুষদের মধ্যে এই সংকটের মুহূর্তে প্রয়োজনীয় চাল,ডাল, চিনি ,সোয়াবিন সহ বিভিন্ন খাদ্য দ্রব্য বন্টন করা হয়।

এই মুহূর্তে দুঃস্থ ও অসহায় মানুষরা চরম সমস্যায়। একাধিক পরিবারে তীব্র হয়ে উঠেছে খাদ্য সংকট। এসব দেখে মন খারাপ হয়ে যাওয়া মানুষগুলো সিদ্ধান্ত নিল কিছু একটা করতেই হবে। যেমন ভাবনা তেমন কাজ। এই ভাবনার বাস্তবায়ন ঘটাতে সবাই মিলে চাঁদা তুলে প্রায় দুই হাজার মানুষের হাতে এসমস্ত খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় বলে জানান গুঞ্জরিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মহম্মদ হুদা।

এদিন সামাজিক দূরত্ব মেনে লাইন দিয়ে মানুষ ওই সমস্ত খাদ্য সামগ্রী সংগ্রহ করেন ।গ্রাম পঞ্চায়েত এবং ব্যবসায়ীদের এই যৌথ উদ্যোগ কে স্বাগত জানিয়েছেন এলাকার বাসিন্দারা। যদি লকডাউন বৃদ্ধি পায় তবে আগামীতে এই ধরনের কর্মসূচি নেওয়া হবে বলেও উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে।