অবতক খবর,১৯ নভেম্বর : পঞ্চায়েত নির্বাচনের আগে চাঁচল সুপার স্পেশাল্যাটি হাসপাতালের চুক্তি ভিত্তিক কর্মীরা যোগ দিলেন তৃণমূলে।পাখির চোখ তেইশের পঞ্চায়েত নির্বাচন।তার আগে মালদা জেলাজুড়ে যোগদান শিবিরের কর্মসূচি নিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব।তারপরেই মাঠে নেমে পড়েছে তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠন। ঘাসফুল শিবিরের ঘর ভরালো সরকারি হাসপাতালের চুক্তি ভিত্তিক চতুর্থ শ্রেণির কর্মীরা।তৃণমূলের শ্রমিক সংগঠনের দলীয় পতাকার হাত ধরে তারা স্বেচ্ছায় যোগদান করেছেন বলে দলের তরফে দাবি করা হয়েছে।যোগদান সভাটি অনুষ্ঠিত হয় চাঁচল ফুটবল মাঠে।সেখানে উপস্থিত ছিলেন চাঁচল-১ ব্লক তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি অমিতেষ পাণ্ডে, চাঁচল-১ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি শেখ আফসার আলী ও মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি জয়ন্ত দাস সহ তৃণমূলের নেতা ও কর্মীরা।এদিন চাঁচল সুপার স্পেশাল্যাটি হাসপাতালের ১৫৭ জন চুক্তি ভিত্তিক চতুর্থ শ্রেণীর কর্মী তৃণমূলের শ্রমিক সংগঠনে যোগদান করেছে বলে দাবি করা হয়েছে।