অবতক খবর,২৪ ফেব্রুয়ারি: গ্রামবাসীদের সঙ্গে কথা বললেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক ও সুজিত বসু। গ্রামবাসীদের অভিযোগ অবিলম্বে শেখ শাহজাহানকে গ্রেফতার করতে হবে। কিন্তু পার্থ ভৌমিকের দাবি শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারে একমাত্র ইডি। ইডি যেহেতু অভিযোগ দায়ের করেছে তাই কলকাতা হাইকোর্টের নির্দেশ না এলে রাজ্য পুলিশ শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারবে না।

এদিন দুই মন্ত্রী একটি দলীয় কর্মীদের সমর্থকদের নিয়ে রাজনৈতিক সভাও করেন।সেখানে দুই মন্ত্রী বিরোধীদের আন্দোলন বিক্ষোভ কে পর্যুদস্ত করতে বেশ কিছু নির্দেশিকা দেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের। সেখানে উপস্থিত ছিলেন সন্দেশখালীর তৃণমূল কংগ্রেস বিধায়ক সুকুমার মাহাতো।তাদের উপস্থিতিতেই লোক সভাপতি পদ থেকে শিবপ্রসাদ হাজরা কে সরিয়ে নতুন ব্লক সভাপতি করা হয় অজিত মাইতিকে।

যদিও এই অজিত মাইতির বিরুদ্ধেও বহু জমি বাড়ি দখল ও টাকা পয়সা নেওয়ার অভিযোগ রয়েছে গ্রামের সাধারণ মানুষের।