অবতক খবর,১০ মে: মুর্শিদাবাদ জেলার ৩টি লোকসভা কেন্দ্রের মধ্যে ২টি কেন্দ্রের নির্বাচন যথারীতি সম্পন্ন হয়েছে ৭ই মে। এবার বাকি শুধু বহরমপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন। আগামী ১৩ই মে চতুর্থ দফায় বহরমপুর লোকসভা কেন্দ্রের নির্বাচনকে ঘিরে এই মুহুর্তে টানটান উত্তেজনা রয়েছে এককথায় সমস্ত রাজনৈতিক মহলে। অন্যদিকে এই কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে নির্বাচন করতে রীতিমতো তৎপর রয়েছে কেন্দ্রীয় বাহিনীও।

এককথায় জেলার দুটি কেন্দ্রের নির্বাচন নির্বাচন সম্পন্ন হয়ে যাওয়ার পর এবার কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে ফেলা হচ্ছে বহরমপুর কেন্দ্রকে। স্বাভাবিকভাবে এই মুহুর্তে এই কেন্দ্রের কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে কেন্দ্রীয় বাহিনী, এলাকায় এলাকায় যথারীতি রুট মার্চ চালানো হচ্ছে নির্বিঘ্নে নির্বাচন সম্পূর্ণ করতে।

নির্বাচনের প্রাক্কালে কেন্দ্রীয় বাহিনীর এই তৎপরতায় যথেষ্টই খুশি এলাকার জনসাধারণ। সেই মোতাবেক শুক্রবার সকাল থেকে বড়ঞা বিধানসভার ডাকবাংলো এলাকা ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় তৎপরতার সাথে রুট মার্চ চালাতে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের।