অবতক খবর,২৪ নভেম্বর : গুরু পূর্ণিমা উপলক্ষে প্রতি বছরই হাজার হাজার মানুষের পাশে দাঁড়ান স্টেশন সংলগ্ন কবিগুরু রবীন্দ্র পথে অবস্থিত বিমল শাড়ি সেন্টারের কর্ণধারেরা। তারা সপরিবারে যৌথ উদ্যোগে প্রতি বছর খাদ্য সামগ্রী ও চার-পাঁচশ মানুষকে শীতবস্ত্র,কম্বল প্রদান করে থাকেন। তাদের এই বার্ষিক কর্মসূচিতে সহযোগিতা করেন অঞ্চলের অন্যান্য ব্যবসায়ীরাও। সারাদিন ধরে এই কর্মকাণ্ড চলে।

এই বছর অতিমারি কাল অর্থাৎ করোনাকাল। করোনা কালে করোনা সংক্রান্ত বিধিকে মান্যতা দিয়ে মানুষকে সেবাব্রত সম্পন্ন করা তাদের কাছে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। করোনার কারণে জনকল্যাণমূলক কাজটি স্থগিত রাখছেন এবং দুঃখ প্রকাশ করছেন।

অন্যতম কর্ণধার কমল আগরওয়াল জানান,এই সেবাব্রতটি তারা করে থাকেন তাদের পিতা এবং মায়ের স্মৃতির উদ্দেশ্যে।

তবে তিনভাই কমল,বিমল এবং মুন্না জানালেন যে, তারা এই জনকল্যাণমূলক কর্ম থেকে বিরত হচ্ছেন না। সাময়িকভাবে স্থগিত রাখছেন এই করোনাকালীন পরিস্থিতির জন্য। কিন্তু পরিস্থিতি উন্নততর পর্যায়ে গেলেই তারা এই কর্মকাণ্ড নিয়ে আবার মানুষের পাশে দাঁড়াবেন।