অবতক খবর,২১ এপ্রিল: লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে চলছে সরগরম প্রচার বিভিন্ন দলের। প্রচারে বিভিন্ন দল বিভিন্ন অভিনব কর্মসূচি চালিয়ে যাচ্ছে। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক কখনো ছোট গাড়ি করে আবার কখনো হুড খোলা টোটোতে করে প্রচার করছেন। কিন্তু দেখা যাচ্ছে একমাত্র অর্জুন সিং তপ্ত রোদে পায়ে হেঁটে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন। ‌

কর্মীরা তপ্ত রোদে পায়ে হেঁটে প্রচার করছেন,কিন্তু পার্থ ভৌমিক বিভিন্ন যানবাহন ব্যবহার করছেন।

কিন্তু তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী অর্থাৎ অর্জুন সিং কর্মীদের সঙ্গে পায়ে পা মিলিয়ে প্রচার করছেন। প্রচার করতে করতে মানুষের ঘরে যাচ্ছেন তিনি। কেউ তাঁকে ভালোবেসে আলিঙ্গণ করছেন, আবার কেউ তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করছেন।

অর্থাৎ বলতে গেলে, প্রচারে সারা ফেলছেন এবং মানুষের সাথে মিশে যাচ্ছেন অর্জুন সিং। আর এই দেখে সাধারণ মানুষ বলছেন,’অর্জুন সিং হলেন মাটির নেতা। তিনি এমন একজন যাকে ২৪ ঘন্টাই পাওয়া যায়। পার্থ ভৌমিক হলো উড়ন্ত নেতা তিনি উড়ে এসে প্রচার করে আবার উড়ে যাচ্ছেন।

এ বিষয়ে অর্জুন সিং-এর সাথে কথা বলতে গেলে তিনি বলেন,’পার্থ ভৌমিক উড়ে এসেছেন প্রচার সেরে উড়ে যাবেন। তিনি তো মানুষের সাথে মেশার লোক নন।আমাকে মানুষ ফোন করলে আমি কল ব্যাক করি, আমি ফোন সুইচ অফ করে পালিয়ে যাওয়ার মানুষ নই। মানুষের জন্যই আজ আমি এই জায়গায় সেই কারণে মানুষের সাথে মিশতে হবে। মানুষের সাথে থাকতে হবে। গাড়ি করে এসে প্রচার করে বেরিয়ে গেলাম,সেটিকে প্রচার বলে না। মানুষের পাশে সব সময় কে থাকে তা আপনাকে মানুষই বলবে।’

সাধারণ মানুষ বলছেন,
অর্জুন ছাড়া এই ব্যারাকপুরে আর কোন বিকল্প নেই।

এই তো গেল নেতা এবং সাধারণ মানুষের কথা। তবে শেষ হাসি কে হাসবে, তা নির্বাচনের ফলাফল বলবে।