গভীর রাতে শহরে ফিরলেন হালিশহরের পুরপ্রধানঃ ফিরেই ক্ষমা প্রার্থনা করলেন বীজপুর বিধায়কের কাছে

অবতক খবর,২২ ডিসেম্বরঃ অবশেষে প্রায় ১১০ দিন পর নিজের শহর তথা বাড়ি ফিরলেন হালিশহর পৌরসভার চেয়ারম্যান রাজু সাহানি। ২১ ডিসেম্বর গভীর রাতে তিনি শহরে ফেরেন। ফিরেই তিনি সর্বপ্রথম তাঁর বাড়ি সংলগ্ন যে পুরনো মন্দির রয়েছে সেখানে পুজো দেন।

রাজু সাহানি ফিরবেন বলে লালকুঠি অঞ্চলে বয়ে যায় খুশির হাওয়া। তাঁর অপেক্ষায় সেখানে দাঁড়িয়ে ছিলেন তার বহু অনুগামী। এরপর তিনি ফিরতেই তাঁর অনুগামীদের মধ্যে দেখা যায় বাঁধভাঙ্গা উচ্ছ্বাস।

প্রায় তিন মাস পর বাড়ি তথা শহরে ফিরে তিনি সাফ জানিয়ে দেন, যে অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে অর্থাৎ যে অভিযোগের ভিত্তিতে তাঁকে এতদিন আটকে রাখা হয়েছিল তা সম্পূর্ণ মিথ্যা। বর্ধমান সানমার্গ চিটফান্ডের সাথে তাঁর কোনরকম যোগ নেই এবং তা নাকি কোর্টেও প্রমাণিত হয়েছে, এমনই দাবি করেছেন রাজু সাহানি।

অপরদিকে তিনি বিধায়কের কাছে ক্ষমা প্রার্থনা করেন। কারণ তাঁর কারণেই বিধায়কের বাড়িতে সিবিআই হানা দেয়।

তিনি বলেন, বিজেপির এই এজেন্সি রাজ্যজুড়ে একটা চক্রান্ত করছে, আর সেই চক্রান্তের শিকার আমিও।

তিনি ফের পৌরসভায় কাজ শুরু করবেন কিনা এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, সর্বপ্রথম তিনি বিধায়কের সঙ্গে দেখা করবেন এবং তাঁর নির্দেশ অনুসারেই অর্থাৎ তিনি যা বলবেন সেই মতই তিনি কাজ করবেন।

তিনি আরো বলেন, তাঁর অবর্তমানে হালিশহরের কোন কাজই থেমে থাকেনি এবং ভবিষ্যতেও থেমে থাকবে না।