অবতক খবর: লিগে কঠিন প্রতিপক্ষ খিদিরপুরের বিরুদ্ধে তিন পয়েন্ট বিনো জর্জের ছেলেদের।বৃহস্পতিবার খিদিরপুরের বিরুদ্ধে ২-০ গোলে জয় লাল হলুদ ব্রিগেডের। কার্ড, চোট সমস্যা, খারাপ ফর্ম একাধিক সমস্যা নিয়েও খিদিরপুরের বিরুদ্ধে সফল হলেন বিনো জর্জের ছাত্ররা। তুহিন দাস ও আমনের গোলে তিন পয়েন্ট নিয়ে ফিরল ইস্টবেঙ্গল। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে কলকাতা লিগে গ্রুপ শীর্ষেও উঠে এল লাল-হলুদ ব্রিগেড।

লিগে গত ম্যাচ পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে জিতলেও দলের ডিফেন্স নিয়ে অস্বস্তির কাঁটা রয়েই গিয়েছিল। তাই এদিনের খেলাতে সিনিয়র দলের খেলোয়াড়দের নামাতে হয় কলকাতা লিগের ম্যাচে। মহম্মদ রাকিপ, তুহিন দাস ও গুরসিমরত সিং গিল- তিনজনই এদিনের ম্যাচের শুরু থেকে খেলতে নামেন।

ম্যাচের ৩৩ মিনিটেই দলকে এগিয়ে দেন তুহিন দাস। তারপরে একাধিকবার চেষ্টা করলেও আর গোল করতে পারেনি লাল হলুদ ব্রিগেড। হাফটাইমের পরে খিদিরপুরের খেলোয়াড়রা গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে। তবে কোনও মতে সেই আক্রমণ সামলে দেয় ইস্টবেঙ্গল রক্ষণ। একেবারে শেষ মুহূর্তে ইনজুরি টাইমে ফের গোল ইস্টবেঙ্গলের। আমনের গোলে জয়ের ব্যবধান আরও বাড়ে। জয়ের সুবাদে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল ইস্টবেঙ্গল। তবে দলের রক্ষণ এবং গোল করার লোকের অভাব ডার্বি ম্যাচের আগে কোচ বিনো জর্জের কপালে চিন্তার ভাঁজ ফেলার পক্ষে যথেষ্ট।