অবতক খবর :: জলপাইগুড়ি ::    লকডাউনের প্রভাবে কর্মহীন কয়েক কোটি মানুষ, খাদ্য সংকটে তারও কয়েক গুণ। সেই সকল মানুষের দাবীকে সামনে রেখেই, রবিবার ১৬ জুন দেশব্যাপী খাদ্য, স্বাস্থ্য ও কাজের দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে সিপিআইএম কেন্দ্রীয় কমিটি। এই কর্মসূচিকে সামনে রেখে জলপাইগুড়ি জেলা জুড়ে প্রচার আন্দোলন চালাচ্ছে সিপিআইএমের জেলা নেতৃত্ব।

শহর অঞ্চলের সঙ্গেই জেলার গ্রামীণ এলাকার হাট-বাজার ও জনবহুল স্থানে এই কর্মসূচির প্রচার চলছে। শ্রমিক ,কৃষক ,ক্ষুদ্র ব্যবসায়ী সহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ করে তীব্র আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে রবিবার সদর দক্ষিণ এলাকার মালকানি হাট , বিশ্বাস পাড়া, রাখাল দেবী মোড়ে ১৬ জুনের কর্মসূচির দাবিসমূহ নিয়ে প্রচার কর্মসূচী অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন অপূর্ব রায় ,নারায়ন রায়, সুব্রত দাস, ধীরেন বর্মন প্রমূখ সিপিআইএম নেতৃত্ব।