অবতক খবর ::শিলিগুড়ি ::    শিলিগুড়িতে সংক্রমণ ক্রমবর্ধমান। প্রায় প্রতিটা দিনই আগের দিনের রেকর্ড ভেঙে দিচ্ছে। গতকাল রাত্রে আরো ১৪ জনের রিপোর্টে করোনা পজিটিভ ধরা পড়েছে। এদের মধ্যে ৪৬ নং ওয়ার্ডে ৭ জন,৫ নং ওয়ার্ডে ২ জন এবং প্রধাননগরের একটি বেসরকারি নার্সিংহোমে আরো ৫ জনের রক্তে করোনা পজিটিভ পাওয়া গেছে। সকলকেই শিলিগুড়ি কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৪৬ নং ওয়ার্ডের, ৭ জনের রিপোর্ট পজিটিভ আসে গত ১৩ তারিখ। এদিকে শিলিগুড়ি মহকুমার বাইরে আরও ৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এদেরকে ডা চ্যাং নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। এদিন আক্রান্তের সংখ্যা নিয়ে শিলিগুড়িতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭৪ জন। এদিন শিলিগুড়ি মেডিক্যাল কলেজে আরও ৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়।

অপরদিকে আজ থেকে শিলিগুড়ির রেগুলেটেট মার্কেট অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। লাগাতার সংক্রমণ বৃদ্ধির কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। শিলিগুড়ি লাগোয়া জলপাইগুড়িতেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। এদিন সব মিলিয়ে জলপাইগুড়িতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৮ জন।