অবতক খবর :: শ্রীরামপুর :: ১৫ জুন ::    আমফান ঝড়ে লন্ডভন্ড করে দিয়েছে মানুষের জীবন। বাদ যায়নি কেউ। প্রকৃতির খামখেয়ালীপনায় ক্ষতিগ্রস্ত মানবজীবন থেকে পশুপক্ষী এমনকী প্রকৃতি নিজেও। প্রচন্ড ঝড়ে উড়ে গেছে পাখির বাসা। স্বাভাবিক ভাবেই আশ্রয়হীন পাখিরাও। মানুষের জন্য তো সরকার আছে,বেসরকারী সংস্থা আছে কিন্তু ওদের? এই সব ভেবেই পাখীদের বাসা ফিরিয়ে দিতে উদ্যোগী হল হুগলীর শ্রীরামপুরের পাঁচ যুবক। ২০ মে আমফান ঝড়ে বহু বড় ছোট গাছ ভেঙে পড়ে, অসংখ্য গাছের ডাল ভাঙে। সেই গাছ,এবং গাছের ডাল ছিল পাখিদের আশ্রয়।

শুধু হুগলী জেলাতেই প্রায় ৬০ হাজার ছোটো বড় গাছ ভেঙেছে। পরিবেশের ক্ষতির পাশাপাশি ক্ষতি হয়েছে পাখিদেরও। তারা ঘর হারিয়েছে, হারিয়েছে আশ্রয়। কিন্তু পাখিদের কী হবে এই কথা ভেবেই পাখীদের জন্য কৃত্রিম বাসা বাঁধার পরিকল্পনা করে শ্রীরামপুরের পাঁচ যুবক। মাটির কলসিতে খড়কুটো ভরে একদিকে গোল করে কেটে সবুজ রঙ করে গাছে গাছে বসিয়ে দেওয়া শুরু করেন তারা। প্রথমে শ্রীরামপুর বল্লভপুরে গঙ্গার পারের কয়েকটি গাছে গোটা কুড়ি বাসা বাঁধার পর তারা দেখেন অনেক পাখি আসছে। এবার আরো অনেক বেশি করে বাসা তৈরী করে গোটা শ্রীরামপুর জুড়ে গাছে গাছে বেঁধে দেওয়ার উদ্যোগ নেন। বর্ষার বৃষ্টি শুরু হয়েছে।প্রকৃতির নিয়মেই পাখিরা তাদের বাসা তৈরী করে নেবে ঠিক,তবে তাতে সময় লাগবে কিছুটা। আপাতত টুনটুনি, বুলবুলি, হাঁড়িচাচা, শালিকরা তাদের বাসা ফিরে পাবে কয়েকজন যুবকের এই উদ্যোগে সন্দেহ নেই।