প্রশাসনিক গাফিলতিতে বৃষ্টির জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মরে গেল রাজ্যের বিভিন্ন অঞ্চলে ১৪ জন।
দমদমের বান্ধবনগর হয়ে উঠল প্রতিবাদের দৃষ্টান্ত। বুধবার ২২ সেপ্টেম্বর,২০২১ সেখানে মারা গিয়েছে দুই কিশোরী অনুষ্কা ( বার্বি ) এবং স্নেহা (পাখি )।

কোন মায়ের ছা
তমাল সাহা

দু’লক্ষ টাকায় বিক্রি হয় নাকি
মৃত সন্তানের শোক!
জানুক দেশবাসী, জানুক বিশ্বলোক।

এইতো আমার মা, দেশের নারী
সোচ্চারে নির্ভীক ক্ষুব্ধ কন্ঠস্বর
জলীয় বাতাসে হয়ে ওঠে ভারি–
ফিরিয়ে দে প্রজন্ম আমার
ফিরিয়ে দে তার প্রাণ
চার লক্ষ টাকা তুলে দিচ্ছি রে শাসক
তোর হাতে
বেচে দিচ্ছি নিজের ঘরবাড়ি।
শোকের বাড়ি এসে এসব বলিস কি করে তুই
আছে তোর কোনো মানসম্মান?

শবদেহ বিক্রি হয় নাকি
বিক্রি হয় নাকি শোক!
টাকার জোর দেখাস তুই কোন ভদ্রলোক?
সবই হয়ে যাবে ডোল নাকি! হয়ে যাবে অনুদান?
রে শাসক! মানুষকে আর কত করবি অপমান।

টাকা দেখাচ্ছিস!
যা, দুচোখের সামনে থেকে দূর হয়ে যা।
তুই কোন মায়ের ছা রে শাসক!
কোন মায়ের ছা!
দূর হয়ে যা!

ছবিঃ জলবন্দি পরিবেশে প্রতিবেশীরা নিয়ে চলেছে মৃতদেহ