অবতক খবর , রাজীব মুখার্জী , হাওড়া :- আজকে হাওড়াতে পরিবর্তন যাত্রার সমাবেশে বালিতে এসে এভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি বলেন লোকসভা নির্বাচনের সময় যখন বিজেপির প্রাক্তন রাষ্ট্রীয় সভাপতি ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গে বিজেপি ২২ টি আসনে জেতার কথা বলেছিলেন তখন অনেকে হেসেছিলেন। তিনি দাবি করেন বিজেপি একটি গণতান্ত্রিক দল। এই দলের মধ্যে যারা কঠিন পরিশ্রমের মাধ্যমে ভালো কাজ করেন, মানুষের জন্য কাজ করেন তারা উপরে উঠতে পারেন। তার জন্য কাউকে তৈল মর্দন করতে হয় না। তিনি দাবি করেন শেষ লোকসভা নির্বাচনে দুটি আসনে ৫ হাজারের ব্যবধানে তারা হেরেছেন নাহলে এই রাজ্যে বিজেপি ও তৃণমূল ২০ টি করে আসন পেত। তাই তিনি আজকে আবার দাবি করেন ২০১৯ শে হাফ হয়েছিল এবারে পুরো সাফ হবে।

তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরোধীদের প্রতি অশালীন ভাষা প্রয়োগের বিরুদ্ধে সরব হন। তিনি বলেন রাস্তায় রকে বসে যে ভাষা ব্যবহার হয় সেই ভাষা মুখ্যমন্ত্রী বলছেন। তিনি অভিযোগ করেন এর জন্য আজকে বাঙালির মাথা হেঁট হয়ে যাচ্ছে।তিনি মুখ্যমন্ত্রীর বেঙ্গল সামিটকেও কটাক্ষ করে বলেন প্রতি বছর দেশের শিল্পপতিদেরকে ডেকে আনা হতো। তাদের কে পাঁচ তারা হোটেলে রেখে অনেক পয়সা খরচ করা হয়েছে। কিন্তু কোনো শিল্প আসে নি। তিনি অভিযোগ করেন তৃণমূল আদানি, আম্বানিদের গালাগাল করলেও তাদেরকে নিয়ে আসতেন। তিনি ববি হাকিম, অরুপ বিশ্বাসের নাম ধরে বলেন এরা শাল, মিষ্টি, দই নিয়ে বিমানবন্দরে দাঁড়িয়ে থাকতো। শিল্পপতিদের আসার ও যাওয়ার সময় শাল পরাত গলায়। কিন্তু তার পরেও রাজ্যে কোনো শিল্প আসেনি।