আবতক খবর, সংবাদদাতা , দেবাশিস মালিক: –   কেওড়াতলা পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস উপপ্রধান পরিতোষ গোরার বিরুদ্ধে আমফান দুর্নীতি অভিযোগ উঠল l অভিযোগ, তার নিজের পরিবারের ২টি অজান্তা ও মৌমিতা গোরা এবং তার বৌদি রেখারানি গোরা আম্ফাণ এর সম্পূর্ণ ক্ষতিপূরণের তালিকায় সরকারি সাহায্য পেল। অথচ জামতলা সংসদে যাঁরা প্রকৃত গরিব তাঁরা সরকারি সাহায্য পায়নি l তাঁদের নামের লিস্ট আটকে রয়েছে কুলপি ব্লক অফিসে আরও অভিযোগ,একই পরিবারে দুটি করে নাম, যাদের ছাদ দেওয়া বাড়ি রয়েছে l তাঁরা সরকারি সাহায্য পেয়েছেন l

ধনঞ্জয় কান্ডা র +বিষ্ণুপ্রিয়া কান্ডা র                                  (ফুল ড্যামেজ+ ফুল ড্যামেজ , পাকা ছাদ)
জগদীশ সিংহ+ পৃথ্বীরাজ সিংহ                                         (ফুল ড্যামেজ+হাফ ড্যামেজ, পাকা ছাদ),
শুভময় গোরা + চন্দন গোরা                                             (ফুল ডামেজ+ হাফ ড্যামেজ,পাকা বাড়ি),
তাপস কান্ডা র + দিপালী কান্ডা র (স্বামী-স্ত্রী)                   (ফুল ড্যামেজ+হাফ ড্যামেজ, পাকা বাড়ি)

তৃণমূলের নেতা থেকে তাদের ঘনিষ্ঠ পরিবারের লোকজন ও তৃণমূল কর্মীরাই আম্ফান ক্ষতির টাকা পেয়েছেন l এদিকে রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টু রাম পাখিরা জানিয়েছেন, আমাদের সরকার দল দেখেনা l রাজনীতি দেখে না l সবাই আম্পানের সরকারি সাহায্য পাবেন l মথরাপুর জেলা বিজেপির সভাপতি দীপঙ্কর জানা বলেন, রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখি রাজিনি বড় বড় ভাষণ দিচ্ছেন তার এলাকা ছাড়া অন্যান্য এলাকাতেও দুর্নীতিতে ভরে গেছে তৃণমূল l মুখে বড় বড় ভাষণ না মেরে প্রকৃতভাবে ঘটনা তদন্ত করে দেখুন l বিভিন্ন ব্লক অফিসের যে সমস্ত সরকারি আমলা রয়েছে তারা এখন পুরোপুরি তৃণমূলের দল দাসে পরিণত হয়েছে l কুলপি ব্লকের সিপিএমের এরিয়া কমিটি আব্দুলহাই সরদার বলেন, আমফানের তৃণমূল কংগ্রেস যে হারে বিভিন্ন পঞ্চায়েতের দুর্নীতি করেছে আগামী বিধানসভা নির্বাচনে এদের পতন অবশ্যম্ভাবী l গরীব মানুষের কাছে ভোট চাইতে গেলে মানুষ ভোট দেবে না l প্রশাসন সূত্রে খবর দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার মহাকুমা কুলপি ব্লকে আম্পান দুর্নীতিতে প্রথম রয়েছেন কেওড়াতলা গ্রাম পঞ্চায়েত l দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন ও জেলা পরিষদের প্রশাসক কর্তারা এ ঘটনায় পুরোপুরি উদ্বিগ্ন l কুলপি ব্লকের সংখ্যালঘু কংগ্রেস নেতা কুতুবউদ্দিন মোল্লা বলেন, আম্পানে কোন দুর্নীতি হয়নি আম্পানের সরকারি টাকা তারাই পেয়েছেন যারা প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত হয়েছে l ওরা তৃণমূল নয় ওরা প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত মানুষ l