অবতক খবর,২০ ডিসেম্বর : মঙ্গলবার সকালে উপত্যকায় সন্ত্রাসবাদ দমন অভিযানে সাফল্য ভারতীয় সেনার। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে সন্ত্রাসবাদীদের সঙ্গে গুলির লড়াই বাধে নিরাপত্তা বাহিনীর। আর এই এনকাউন্টারে সাফল্য আসে নিরাপত্তা বাহিনীর। এই এনকাউন্টারে অন্ততপক্ষে তিনজন জঙ্গির মৃত্যুর হয়েছে। তিনজনই লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে।

তিনজনের মধ্যে দু’জনকে লতিফ লোন ও উমের নাজ়ির বলে শনাক্ত করা হয়েছে। তবে তৃতীয় জঙ্গির পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। আরেকটি টুইটে কাশ্মীর জ়োন পুলিশ জানিয়েছে, ‘কাশ্মীরি পন্ডিত পূরণ কিষাণ ভাটের হত্য়ায় সোপিয়ানের লতিফ লোন যুক্ত ছিল এবং নেপালের তিল বাহাদুর থাপাকে খুনের সঙ্গে যুক্ত ছিল অনন্তনাগের উমের নাজ়ির।’