অবতক খবর,২০ ডিসেম্বর : তৃণমূল কর্মীকে ‘খুনের চেষ্টা’র অভিযোগে এক দিনের পুরনো মামলায় অনুব্রত মণ্ডলকে ৭ দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিল দুবরাজপুর আদালত। আদালতে অনুব্রতকে ১৪ দিনের পুলিশি হেফাজতে চাওয়া হয়েছিল। কিন্তু আদালতে অনুব্রতের আইনজীবী জামিনের আবেদন জানাননি বলে আদালত সূত্রে খবর। তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দেওয়ার অর্থ অনুব্রতকে এখনই দিল্লি নিয়ে যেতে পারছে না ইডি। অনুব্রতকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরার অনুমতি পাওয়া নিয়ে আসানসোল সংশোধনাগার কর্তৃপক্ষের তরফে জানানো হয়, তাঁদের কাছে এই অর্ডারের কপি এখনও এসে পৌঁছয়নি। জেল কর্তৃপক্ষ জানিয়েছিলেন, নির্দেশ এলেই অনুব্রতকে দিল্লিতে পাঠানোর ব্যবস্থা করা হবে। ইডি সূত্রে খবর, মঙ্গলবারই অর্ডারের নথি সংশোধনাগার কর্তৃপক্ষের হাতে এসে পৌঁছনোর কথা। কিন্তু সেই নথি এসে পৌঁছনোর আগেই মঙ্গলবার সকালে অনুব্রতকে নিয়ে যাওয়া হয় দুবরাজপুর আদালতে।