অবতক খবর,২৬ মার্চঃ আজ কাটরা কালী মন্দিরে পুজো দিয়ে শুরু হল মুর্শিদাবাদ পৌরসভার ১ থেকে ৮ নম্বর ওয়ার্ডে দিদির সুরক্ষা কবজ কর্মসূচি। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন মুর্শিদাবাদ বহরমপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শাওনি সিংহ রায়, মুর্শিদাবাদ পৌরসভার পৌর মাতা শ্রীমতি ললিতা দাস নন্দী এছাড়া পৌরসভার কাউন্সিলর প্রাক্তন টাউন সভাপতি ও অন্যান্য নেতৃত্ব ও কর্মীবৃন্দ। কাটরা কালীবাড়িতে পুজো দেয়ার পর শাওনি সিংহ রায় বলেন আজকের দিদির সুরক্ষা কবজের নগরে একদিন। তিনি বলেন আজকে আমরা সবাইকে নিয়ে মানুষের দ্বারে দ্বারে পৌঁছাব। বিভিন্ন ওয়ার্ডগুলি ঘুরে দেখে তারপর মহকুমা হাসপাতালে গিয়ে রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসা পরিস্থিতি কিভাবে চলছে সেগুলি জানা হবে, তারপর মানুষের সঙ্গে বসে তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রতিটি মানুষের বাড়িতে যাওয়া হবে এবং মানুষের সঙ্গে কথা বলে জানবেন রাজ্য সরকারের প্রকল্পগুলি নিয়ে তাদের কোন অসুবিধা রয়েছে কিনা এবং পরিষেবা আদৌ পাচ্ছেন কিনা তা বিস্তারিত মানুষের কাছে জানা। তিনি বলেন আজ সারাদিন দিদির সুরক্ষা কবজ কর্মসূচি পালন করে রাত্রিবেলায় যে থেকে পতাকা উত্তোলনের মাধ্যমে আজকের দিদির এই সুরক্ষা কবজ কর্মসূচি শেষ করবো বলে জানান জেলা মুর্শিদাবাদ বহরমপুর তৃণমূল কংগ্রেস সভানেত্রী শাওনি সিংহ রায়।