অবতক খবর,২৬ মার্চঃ হলদিয়া মেচেদা রাজ্য সড়কে পথ দুর্ঘটনা।দীঘা থেকে ফেরার পথে ভয়ংকর পথ দুর্ঘটনার আহত২৭ জন বাস যাত্রী।

সাত সকালে ভয়ঙ্কর পথ দুর্ঘটনার কবলে সরকারি স্টেট বাস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে দীঘা থেকে কলকাতার উদ্দেশ্যে যাওয়ার পথে হলদিয়া মেছেদা ১১৬ নম্বর জাতীয় সড়কে রামতরকের কাছে সিগনাল থাকার কারণে দ্রুতগতিতে আসা সরকারি স্টেট বাস দাঁড়িয়ে পড়ে। পিছনে এক তেলের ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে সরকারি স্টেট বাসের পেছনে ধাক্কা মারে। স্টেট বাস এবং তেলের ট্যাঙ্কার দুই গাড়ির প্রবল গতিতে আছে বলে জানাই এলাকাবাসী। দুর্ঘটনা যেরে প্রায় ২৭ জন যাত্রী আহত হয়,তবে কয়েকজন বাসের যাত্রী গুরুতর আহত হওয়ায় ১৫ জন যাত্রীকে তমলুক তাম্রলিপ্ত মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। বাকি যাত্রীদের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে।ইতিমধ্যে দুর্ঘটনার জেরে ব্যাপক যানজটে সৃষ্টি হয়েছে তবে ঘটনাস্থলে তমলুক ও কোলাঘাট থানার পুলিশ।