অবতক খবরঃ আজ কাঁচরাপাড়া পৌর ভবনে স্বামী বিবেকানন্দ সভাকক্ষে কাঁচরাপাড়া মিউনিসিপ্যাল টাউন লাইব্রেরির বার্ষিক সাংস্কৃতিক মিলনোৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি অলোক চট্টোপাধ্যায়।লাইব্রেরী কমিটির পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি শ্রীমতী ঝুম্পা সিংহ, যুগ্ম সম্পাদক অন্নপূর্ণা গিরি গোস্বামী, গ্রন্থাগারিক তাপস দাস, সদস্য মলয় বিশ্বাস, রত্না নাথ এবং কর্মী সুজয় মল্লিক।

অনুষ্ঠানে লাইব্রেরির কর্মকাণ্ড ও পাঠকের পরিষেবায় পাঠাগারের সক্রিয়তা সম্পর্কে বিশদভাবে বলেন সভাপতি ঝুম্পা সিং।বিশেষ অতিথি অলোক চট্টোপাধ্যায় পাঠাগারের মাধ্যমে পাঠক এবং পুস্তক কিভাবে পরস্পরের পরিপূরক হতে পারে সে সম্পর্কে ও পাঠাগার কেন্দ্রিক আন্তর্জাতিক বিশেষ কিছু ঘটনা, লাইব্রেরির সঙ্গে পাঠকের সংযোগ এবং লাইব্রেরির অগ্ন্যুৎসব বিষয়ে কয়েকটি ঘটনা তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত তমাল সাহা কাঁচরাপাড়া অঞ্চলে পাঠাগার আন্দোলন, বিভিন্ন পাঠাগার এবং এই আন্দোলনে সংগঠকদের সম্বন্ধে বিস্তারিত বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিশেষ পাঠক হিসেবে বিজন মুখার্জি, বিশ্ববিজয় বিশ্বাস, সুনীল দাস এবং সফল পাঠক হিসাবে মণিকা কুমারী, পুষ্পরাজ গিরি, শুভম শর্মাকে সংবর্ধিত করা হয়।
এই উদ্যোগকে সফল করার অন্তরালবর্তী ব্যক্তিত্ব আবির মজুমদারকে এবং লাইব্রেরি কমিটির সদস্যগণকেও সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

অনুষ্ঠানটির সঞ্চালক এবং লাইব্রেরি কমিটির অন্যতম সদস্য রাজদীপ ভট্টাচার্য কাঁচরাপাড়া টাউন লাইব্রেরি কি ভাবে গড়ে উঠেছিল সে সম্পর্কে এবং আগামিতে পাঠকদের সঙ্গে কিভাবে আরো সম্পর্কের নৈকট্য গড়ে তোলা যায় সে বিষয়ে বক্তব্য রাখেন।গ্রন্থাগারিক তাপস দাস সমাপ্তি ভাষণে উপস্থিত এবং অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।