অবতক খবর,৮ এপ্রিলঃ বীজপুর বিধানসভায় যেভাবে গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে উঠে আসছে তাতে দেখা যাচ্ছে কেউ নিজের দম্ভ দেখাতে ব্যস্ত আর কেউ ব্যস্ত নিজের ক্ষমতা প্রকাশ করতে। আবার বীজপুরের নেতাদের অনেকে বলেছে অ্যাক্সিডেন্টাল নেতা। এক মিনিটেই সাফ করে দেওয়া যায়।

সম্প্রতি বীজপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে কাঁচরাপাড়ায় আয়োজিত হলো সমন্বয় কাপ। সেখানে দেখা যায় কাঁচরাপাড়া ১৩ নং ওয়ার্ডকে পরাজিত হতে হয় ১৪ নং ওয়ার্ডের কাছে। আর এতেই শুরু হয়ে গেছে শোরগোল। ১৩ নং ওয়ার্ডের টিমের নেতৃত্বে ছিলেন উক্ত ওয়ার্ডের কাউন্সিলর তথা কাঁচরাপাড়া পৌরসভার সিআইসি দিলীপ ঘোষ। এই খেলার পরেই এক মিডিয়ার সম্মুখীন হয়ে কাঁচরাপাড়া পৌরসভার আর এক সিআইসি উৎপল দাশগুপ্ত ১৩ নং ওয়ার্ডের হারের পর “সব জায়গায় মস্তানি দিয়ে হয় না,হেরেছে আমরা খুব খুশি” এমনই মন্তব্য করলেন।

এমন মন্তব্যের দ্বারা তিনি উৎপল বাবু দিলীপ ঘোষকে কি বোঝাতে চাইলেন? তবে তিনি সত্যিই মস্তানি করে জিততে চাইছিলেন?

উৎপল বাবুর এমন মন্তব্যের সায় দিয়েছেন কাঁচরাপাড়া ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর বেবী বণিকের স্বামী খোকন বণিকও।

আর এই নিয়েই এখন চর্চা চলছে বীজপুরের রাজনীতিতে।

এদিকে নাগরিক পরিষেবা দিতে সর্বদাই তৎপর দিলীপ বাবু।

তবে এ নিয়ে দিলীপ ঘোষের প্রতিক্রিয়া এখনো মেলেনি। তবে যেভাবে উৎপল বাবু তাঁর প্রতি এহেন মন্তব্য করেছেন তাতে এটা পরিষ্কার যে তাঁদের মধ্যে যে ঠান্ডা লড়াই চলছিল তা প্রকাশ্যে এসে গেছে। এই গোষ্ঠী কোন্দল আগামীতে কি রূপ নেবে সেই দিকেই তাকিয়ে আছে বীজপুরের আপামর জনসাধারণ।