অবতক খবর,১৭ ডিসেম্বরঃ আজ সকালে কাঁচরাপাড়া লক্ষ্মী সিনেমা সংলগ্ন অঞ্চলে একটি ল্যাম্প পোস্ট বিপদজনকভাবে ভেঙে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। আপাতভাবে মনে হয় বাগমোড়ের দিক থেকে আসা কোন দ্রুত গতির গাড়ি এসে ওই ল্যাম্প পোস্টে ধাক্কা মাড়ে। ফলত ভেঙে পড়ে পোস্টটি। পরবর্তীতে ভোরের আলো ফুটতেই স্থানীয়দের নজরে আসে বিষয়টি। খবর দেওয়া হয় পৌরসভা এবং বিদ্যুৎ দপ্তরে।

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই গাড়ির ধাক্কায় ভেঙে পড়ে গান্ধীমোড়ের একটি লাইট পোস্ট। ঠিক একইভাবে বিদ্যুতের তার বিপদজনক ভাবে ঝুলে ছিল।

এখন প্রশ্ন,তবে কি রাত বাড়তেই দ্রুত গতির বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য বাড়ছে শহর জুড়ে? আর সেই কারণেই ঘটছে এইরকম ঘটনা? কেনই বা ঘটছে বারবার এমন ঘটনা?

স্থানীয়রা জানাচ্ছেন,এমন ঘটনা বারবার ঘটার একটি অন্যতম কারণ হলো নিরাপত্তা ব্যবস্থা! কাঁচরাপাড়া শহরে রাতে কোন নিরাপত্তা ব্যবস্থা নেই। যার ফলেই দ্রুত গতির বেপরোয়া গাড়ির সংখ্যা বাড়ছে এবং একাধিক দুর্ঘটনা ঘটছে।