অবতক খবর,১৭ নভেম্বরঃ মাত্র এক বছর ১১ মাস বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ড কর্তৃপক্ষ দ্বারা পুরস্কৃত হল। চিত্রন ভট্টাচার্য্য নামের ওই বালক। তার বাড়ি মুর্শিদাবাদ জেলার, মুর্শিদাবাদ মিউনিসিপ্যালিটির ৮ নম্বর ওয়ার্ডের পিলখানা, বিএসএফ ক্যাম্প এর কাছে বলে জানান তার কাকু সুমন ভট্টাচার্য্য, তিনি আরও জানান

আমার ভাইপো চিত্রণকে বিশ্ব মানচিত্র দেখালে এবং যেকোনো দেশের নাম বললে সে অতি দ্রুততার সাথে উক্ত দেশের সঠিক অবস্থান নির্ণয় করতে পারে। শুধু দেশ নয় ,মহাদেশ, সাগর, মহাসাগর মিলিয়ে বর্তমানে চল্লিশটির বেশি অবস্থান খুব দ্রুততার সাথে দেখাতে পারে।

চিত্রণ মাত্র ৫০ সেকেন্ড ও ৩৪ মিলিসেকেন্ডের মধ্যে ১৫ টি দেশ মহাদেশের অবস্থান নিখুঁত ভাবে দেখানোর জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ড কর্তৃপক্ষ তাকে পুরস্কৃত করেছে এবং এক বছর এগারো মাস বয়সের কোন শিশু এর আগে করতে পারেনি তাই উক্ত ক্যাটাগরিতে ভারতবর্ষের রেকর্ড সৃষ্টি করেছে।