সৌভিক দত্ত : অবতক খবর : জলপাইগুড়ি :    করোনা সংক্রমণ প্রতিদিনই বাড়ছে জলপাইগুড়িতে । শহরে সংক্রমণ ঠেকাতে এবারে বাজারের লাগাম টানতে পথে নামল জলপাইগুড়ি জেলা প্রশাসক ও পুরসভা। শনিবার সকালে জলপাইগুড়ি শহরের দিনবাজার পরিদর্শন করেন মহকুমা শাসক সুদীপ পাল, পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য সন্দীপ মাহাতো, সৈকত চট্টোপাধ্যায়, দুর্গা রায়, কোতয়ালি থানার আইসি অর্ঘ্য সরকার, জলপাইগুড়ি দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক শরৎ মণ্ডল প্রমুখ।

সৈকত চট্টোপাধ্যায় বলেন, ” গত বছরেও আমরা করোনা সংক্রমণ রুখতে বাজারের দোকানগুলি সরিয়ে দিয়েছিলাম। এবছরেও রবিবার থেকে দিনবাজারের সবজি বিক্রেতারা বেগুনটারি এলাকায় এবং ফল বিক্রেতারা মার্চেন্ট রোড যাওয়ার রাস্তায় দোকান সরিয়ে নেবেন। দিনবাজারে শুধুমাত্র মাছ বিক্রেতারা বসবেন । সংক্রমণ ঠেকাতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।