অবতক খবর::পূর্ব বর্ধমান::২০ এপ্রিল :: মারণ ভাইরাস করোনার থাবা ক্রমশ চওড়া হচ্ছে বিশ্বজুড়ে। ভাইরাসের সংক্রমণ আটকাতেই বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। আর সেই পদক্ষেপ সফল করতে এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে একযোগে কাজ করে চলেছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ।


সেইরকমই পূর্ব বর্ধমানের দক্ষিণ দামোদর এলাকার বিভিন্ন প্রান্তে সিভিল ডিফেন্স, সিভিক ভলেন্টিয়ার , আশাকর্মীরা বাড়ি বাড়ি ঘুরে সচেতনতার কাজ করে চলেছেন অবিরত। করোনা ভাইরাস ঠেকাতে সরকার, প্রশাসন ও পুলিশ যেমন কাজ করে যাচ্ছে, ঠিক তেমনি নিজেদের দায়িত্বে কাজ করে চলেছেন এই সরকারি কর্মীরা। করোনা ভাইরাস যে কতটা ভয়ানক সেটা বোঝাতে, যে সচেতনতা ও সাবধানতা অবলম্বন করা উচিত সেদিকে লক্ষ্য রেখেই তাদের এই উদ্যোগ।