অবতক খবর , শিলিগুড়ি , ১২ সেপ্টেম্বর :     আগামী ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর পালিত হবে পোলিও দিবস। পুরনিগমের উদ্যোগে এই দিনগুলিতে শহরকে পোলিও মুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তবে বর্তমানে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে অন্যান্য বারের মত কোন পোলিও সেন্টারে নয়, এবারে শিশুদের সরাসরি বাড়িতে পোলিও খাওয়ানোর ব্যবস্থা করেছে শিলিগুড়ি পুরনিগম।

শনিবার একটি সাংবাদিক বৈঠক করে শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মন্ডলীর স্বাস্থ্য বিভাগের দায়িত্বে থাকা সদস্য শঙ্কর ঘোষ জানান, শহরকে পোলিও মুক্ত করতে আগামী ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর পোলিও দিবস পালন করবে শিলিগুড়ি পুরনিগম।

তিনি আরও জানান, এবারে শিশুদের বাড়িতে গিয়েই পোলিও খাওয়ানো হবে।শুধু তাই নয় শহরে ৬০টি ট্রানজিট পয়েন্ট করা হবে, এই ট্রানজিট পয়েন্টে বাড়িতে বাদ পড়া শিশুদের পোলিও খাওয়াতে পারবেন অভিভাবকেরা।