অবতক খবর,১৮ মেঃ সকল ট্রাক মালিক গণের স্বার্থে বৃহস্পাতবার হইতে ওভার লোড -এর প্রতিবাদে সমস্ত প্রকার ট্রাক লোডিং অনির্দিষ্ট কালের জন্য বন্ধের ডাক।

সোনার বাংলার আলট্রাটেক সিমেন্টের ফ্যাক্টরি ও অমিয় পাত্র লজিস্টিক ইনচার্জ এর বিরুদ্ধে ট্রাকের ড্রাইভার ও মালিকদের বেআইনিভাবে তাদের লোড এবং পারিশ্রমিক কম দেওয়া হচ্ছে এর আগেও ইনচার্জ সমিতির সঙ্গে বসে প্রতিশ্রুতি দিয়েছিলেন ,তার ফলেও ট্রাকের মালিক ও ট্রাক ড্রাইভারেরা ন্যায্য বেতন ও তাদের অগ্রধিকার না দেওয়াই আজকে তারা মাঠে নেমেছে। ট্রাক মালিক সভাপতি সাদেক হোসেন,সহ সেক্রেটারী মীর ফলটন আলী অনেকে সোনার বাংলা আলট্রাটেক সিমেন্টের বিরুদ্ধে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে মুখ খুললেন তার সাথে তারা জানান দেন যে স্থানীয় যারা মালিক রয়েছে তাদের গাড়িগুলোকে অগ্রাধিকার দিতে হবে তাদের দুঃখ কষ্ট অনুভব করতে হবে যাতে তারা স্বাবলম্বী হতে পারে যেহেতু ট্রাকগুলি কিস্তিতে নেয়া emi এ নেওয়ার ফলে আয় হচ্ছে অল্প দিতে হচ্ছে মুল্য বেশি ,যার ফলে তাদের টাকা পরিশোধ করতে হিমশিম খেতে হচ্ছে।