এসো শব্দ শিখি
তমাল সাহা

এসো উপসর্গ যোগে শব্দ গঠন শিখি।
শব্দ তৈরি করতে পেয়োনা ভয়
শব্দ গঠন করা মোটেই কঠিন নয়।

এবার পদের সঙ্গে বিভিন্ন উপসর্গ যোগে বিভিন্ন শব্দ গঠন করো
এভাবে শিখতে শিখতে বাংলায় হবে বড়ো।

পদ থেকে তৈরি হয়
প্রতিপদ আপদ বিপদ।
শুধু সমাজসেবায় উৎপন্ন হয়
কোটি কোটি টাকার সম্পদ।

সমাজসেবায়
বেহিসেবি সম্পদ উপার্জন করা যায়।
তুমি শেখো এইসব
সম্পদে সমৃদ্ধ এই জলবায়ু আবহাওয়ায়।

জীবন মানেই আনন্দ—
জীবনানন্দের ভাষায়
এই রূপসী তিলোত্তমা বাংলায়
হিজল জারুল বট ভাঁটফুল
দোয়েল শালিক ধানসিঁড়ি নদী
বনলতা সেন ঘাইমৃগী কত কি দেখা যায়!
তিনি বলে যাননি হেমন্তের এই পৌষের ভোরে দিনে রাতে সন্ধ্যায়
পয়সা কামানো যায় সমাজসেবায়!