অবতক খবর , শিলিগুড়ি :     এবার থাকবে না মায়ের প্রসাদ এবং দুস্থদের দেওয়া হবে না বস্ত্র। এবার করোনা আবহে এটাই নিয়ম শিলিগুড়ির আনন্দময়ী কালীবাড়ীর।

আনন্দময়ী কালিবাড়ির সাধারণ সম্পাদক ভাস্কর বিশ্বাস জানান, এবছর আনন্দময়ী কালিবাড়ির দূর্গাপুজো ৮৯তম বর্ষে পদার্পণ করল। মহা আড়ম্বড়ে প্রতিবছর দূর্গাপুজো পালিত হলেও এবছর করোনা আবহে পুজোয় ভাটা পড়েছে। অষ্টমীর অঞ্জলিতেও গুনে গুনে ২০-২৫ জনকে একসঙ্গে মন্দিরে ঢুকতে দেওয়া হবে। এরফলে অঞ্জলি পর্ব চলবে প্রায় ২৫ বারেরও বেশি।