অবতক খবর , শিব শংকর , বালুরঘাট :- পাম্পসেট চুরির অভিযোগে তিনজনকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে মারধর এলাকার বাসিন্দাদের। বালুরঘাট থানার ভূষিলা এলাকার ঘটনা। পরে খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ ওই তিন জনকে উদ্ধার করে বালুরঘাট থানায় নিয়ে আসে। ধৃত ৩ জনের নাম পার্থ কিস্কু (১৯), ছোটন সরকার (২০) এবং কাজল শীল (৬০). ধৃতরা ওই এলাকারই বাসিন্দা।

জানা গিয়েছে, ভূষিলা এলাকার ব্যবসায়ী বিপ্লব দত্ত এর জমিতে চাষের জন্য ব্যবহৃত একটি পাম্প সেট গত শুক্রবার রাতে চুরি যায়। তিনি খোঁজখবর করে একজনের নাম জানতে পারেন।

এলাকার বাসিন্দারা তাকে ধরে মারধর করতেই আরো দুজনের নাম জানা যায়। বাসিন্দারা ওই দুই যুবক কে ধরে বেঁধে মারধরের পর ,এলাকার একটি পুকুর থেকে চুরি যাওয়া পাম্পসেট উদ্ধার হয়। এর পর ওই তিনজনকে বালুরঘাট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।