অবতক খবর,২৫ মে: আমফানের পর, আবার প্রকৃতিক দুর্যোগ দোরগোড়ায়, যার নাম রেমাল কতো টা ভয়ানক রূপ নেবে এই দুর্যোগ,

আলিপুর-আবহাওয়া দফতর
‘সূত্রের খবর’! বঙ্গোপসাগরের আগামী কয়েক দিনের মধ্যে যে ঘূর্ণিবর্তা ,তৈরী হয়েছিল তা ইতি মধ্যে
ঘূর্ণি ঝড়ের তৈরী হয়েছে। আর তাঁর কারণে
হতে পারে সমুদ্র উত্তাল, ১০০ কিলোমিটার বেগে বইতে পারে হাওয়া।
সাগরের বুকে শনিবার তৈরী হতে পারে ঘূর্ণি ঝড় রেমাল”। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে তেমনটাই জানান আলিপুরআবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছেন, বঙ্গোপসাগরে যে ঘূর্ণিবর্তা ছিল, তা শক্তি বৃদ্ধি করে ইতি মধ্যে নিম্ন চাপে পরিণত হয়েছে।

স্থানীয় সূত্রের খবর, দক্ষিণ-পশ্চিম এবং তৎ -সংলগ্ন পশ্চিম – মধ্যে বঙ্ঙ্গোপসাগরের থেকে তা আরও উত্তর-পূর্ব দিকে সরে বর্তমানে পশ্চিম- মধ্যে বঙ্গোপসাগরে উপর অবস্থান করেছে। এরপর এটি আরো উত্তর পূর্বে সরে গিয়ে শনিবার সকালে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের উপর ঘূর্ণিঝড়ের পরিণত হতে পারে বলে জানিয়েছে অফিস।
আবহাওয়াবিদরা জানিয়েছেন নিম্নচাপ যদি ঘূর্ণি ঝড়ে পরিণত হয়, তাহলে তা আরও উত্তরে অগ্রসর হয়ে রবিবার সন্ধ্যা নাগাদ বাংলাদেশে এবং তৎ -সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূলের কাছাকাছি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে আঁচড়ে পড়তে পারে ।
প্রতি ঘন্টায় ঝড় বৃষ্টির বেগ হবে ৮০ থেকে ৯০ কিলোমিটার।ভারী বৃষ্টি হতে পারে উকূলবর্তী দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে।
যার রেশ থাকবে সোমবারেও।