আজ শ্রীপঞ্চমী। সরস্বতী পুজো সম্বন্ধে আমি যতটুকু জানি। সরস্বতীদের দেখি বসে আছি রাস্তায়…

এবং সরস্বতী
তমাল সাহা

১) কুলের কবিতা

কুল খেয়েছো নাকি
কাল তো সরস্বতী পুজো!
পরীক্ষায় পাশ করতে পারবে না তুমি
আমাকে ছাড়ো অন্য কাউকে খোঁজো।

খেয়েছো কুল জীবনের চরম ভুল
পাপ করেছো। উপার্জনহীন তুমি থাকবে
পাশও করবে না চাকরিও পাবেনা।
নারীদের ভালোবাসা তোমাকে কিছুতেই ছোঁবে না।

কি করি এখন, ওরে কুল!
এপারে পাশ ওপারে প্রেম—
ভেঙে যায় আমার দুই কুল

২) শ্রীপঞ্চমী

সরস্বতীরা রাস্তায় বসে
তারা এখন ধর্না-নারী
রাষ্ট্রের হাতে বন্দুক কামান
সঙ্গে তার পুলিশ গাড়ি।

এই সময়ে
মনে পড়ে তোমার বাণী
রাষ্ট্র এখন মাতালখানা
শিক্ষাদপ্তর ঠগের চক্কর
টানছে সে তো জেলের ঘানি
শ্রীপঞ্চমী! জয় বাসন্তী
‘নটিনী আজ বীণাপাণি’।

৩) সরস্বতী

সরস্বতী দেবী কোথায়?
সে তো রোজ আমার বাড়ি কাজে আসে।
শ্রীপঞ্চমীতে হলুদ মেখে স্নান করে না
আমার বাড়ি সরস্বতী পুজো দেখে
আর মুচকি হাসে।

৪) নদী সরস্বতী

বাড়ির পাশে ছিল নদী সরস্বতী
সে এখন বুজে মজে মরাসোতা।
সেখানে আজ আকাশছোঁয়া বাড়ির মাথা
ঘুষ নিয়েছে চোখ বুজেছে–
তিনি আমাদের পৌরপিতা!