এখন যদি প্রশ্ন করি
তমাল সাহা

এখন যদি প্রশ্ন করি,
হাতজোড় করে আবেদন করলে যদি
মানুষ বাঁচানোর এত বড় তাগিদ
তবে ইজরায়েলকে কেন আটশো আশি কোটি টাকার অর্ডার দিলে কিনবে
মানুষ মারার মেশিন গান?
প্রশ্নটা কি খুব রাজনৈতিক হয়ে গেলো?

এখন যদি প্রশ্ন করি
কে পেল করোনা কিটস-এর বরাত
সে কোন পেয়ারের লোক
পাঁচশো টাকার বদলে নেবে পাঁচ হাজার?
প্রশ্নটা কি খুব রাজনৈতিক হয়ে গেলো?

এখন যদি প্রশ্ন করি
যারা নিরাময়ের হাত নিয়ে নেমে পড়েছে প্রিয় মানুষকে রক্ষার যুদ্ধে,তারা কেন করছে চিকিৎসার যন্ত্রপাতির জন্য হাপিত্যেশ?
প্রশ্নটা কি খুব রাজনৈতিক হয়ে গেলো?

এখন যদি প্রশ্ন করি
ভোটের বেলায় হাতজোড়
মানুষের স্বাস্হ্যখাতে গড় পড়তা তিন টাকা কেন?
প্রশ্নটা কি খুব রাজনৈতিক হয়ে গেলো?

এখন যদি প্রশ্ন করি
মাথায় চালা নেই যার
দরজা নেই,করোনা ঠেকাতে
সে কোথায় হবে তালাবন্দি?
প্রশ্নটা কি খুব রাজনৈতিক হয়ে গেলো?

এখন যদি প্রশ্ন করি
দিনমজুরেরা মজুরি পাবে কোথায়
পেটের দানাপানি কিনবে কোত্থেকে
তাদের সুরাহা কি?
দশলাখি স্যুটে ভাষণ দিলে কি রেশন পাওয়া যায়?
প্রশ্নটা কি খুব রাজনৈতিক হয়ে গেলো?

এখন যদি প্রশ্ন করি
তুমি তো দেশের পিতা রাষ্ট্রনায়ক
নাগরিকত্বের বিষয়ে মায়েদের চোখে অনিকেতের জিজ্ঞাসা চিহ্ন কেন?
প্রশ্নটা কি খুব রাজনৈতিক হয়ে গেলো?

এখন যদি প্রশ্ন করি
লক আউটে শিকার মজুরেরা
কি করে, কিভাবে রোটি আনে
লকডাউন আবেদনে কত বিনম্র তুমি
মানুষের মৃত্যুর জন্য
কত তোমার চোখে জল
লকআপ কবির বেলায়
চুপ কেন শুনি?
প্রশ্নটা কি খুব রাজনৈতিক হয়ে গেলো?

এখন যদি প্রশ্ন করি
তুমি কি অশোকস্তম্ভের সেই অশোক
গুজরাত ও দিল্লির ঘাতক
তুমি কি করে এত দ্রুত ভালোবাসার নায়ক?
প্রশ্নটা কি খুব রাজনৈতিক হয়ে গেলো?