অবতক খবর,১৩ অক্টোবরঃ উত্তর দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে বিরাটি হাইস্কুলের পাশের পুকুর ভরাট রুখল পুরসভা। দীর্ঘ দিন ধরে রাতের অন্ধকারে এই পুকুর ভরাট চলছিল বলে অভিযোগ জানান স্থানীয় বাসিন্দারা। পুরসভার কাছে বিষয়টি লিখিত আকারের অভিযোগ জানানো হয় পৌরসভা। জানা যায় একদল জমি মাফিয়া এই পুকুর ভরা চালাচ্ছিল।

পৌরসভার তরফ থেকে আজ বৃহস্পতিবার পুকুর পুনরুদ্ধারের কাজ শুরু হয় পৌরসভার পৌর প্রধান বিধান বিশ্বাস তার উদ্যোগে পুনরায় পুকুর খননের কাজ শুরু হয়।

পৌরসভার তরফ থেকে জানানো হয়েছে দু-একদিনের মধ্যেই এই পুকুরটিকে তার পুরনো অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা হবে প্রায় দশ কাঠের এই পুকুর পুনরুদ্ধার করছে পৌরসভা। স্থানীয় পৌর প্রধান বিধান বিশ্বাস জানিয়েছেন , “স্থানীয় মানুষের কথা ভেবে এবং পরিবেশ রক্ষার্থে পুকুর থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে”।