অবতক খবর,১৩ অক্টোবর: গতকাল সোদপুরে মধ্যরাতে নাটাঘর সুভাষ রোড অঞ্চলে একটি ঝোপের ধারে রাস্তার উপর আহত হয়ে পড়েছিল এক বাঘের মতো দেখতে জন্তু এর পরেই স্থানীয় এক পথচারী তাকে জল দিয়ে সুস্থ করে তোলার চেষ্টা করে ইতিমধ্যেই স্থানীয় মানুষজন সহ পথচারীদের ভিড় জমে যায় ঘটনাস্থলে।

হঠাৎ করেই সেই জন্তুটি একজন পথচারীর উপরে আক্রমণ করলে গুরুতর আহত হন ওই পথচারী যদিও তার নাম বা পরিচয় এখনো জানা যায়নি। গতকালের পর আজ ও স্থানীয় বাসিন্দারা সেই জন্তুদের খোঁজার চেষ্টা করছেন খোঁজ পেলেই জানানো হবে বন দপ্তরে এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র আতঙ্ক। এক পথচারী তারক সাহা জানালেন তীব্র আতঙ্কে রয়েছেন তারা গতকালের পর আজও জন্তুটি তল্লাশি চালানো হচ্ছে।