অবতক খবর,১৫ জুন: উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরে পৌরসভা ও নগর উন্নয়ন দপ্তরের উদ্যোগে শিশুদের বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো ইসলামপুর টার্মিনাল মুক্তমঞ্চে। পৌরসভার এক কর্মী সঞ্জয় দত্ত জানান পৌরসভা ও নগর উন্নয়ন দপ্তরের যৌথ উদ্যোগে। পরিবেশ সচেতনতাই বাড়াতে এই উদ্যোগ বলে জানান পৌর কর্মী সঞ্জয় দত্ত।

তিনি আরো বলেন, শিশুমন চঞ্চল বসে আঁকো প্রতিযোগিতা সবার সঙ্গে একসঙ্গে বসে আঁকা প্রতিযোগিতা করলে তাদের মনের বিকাশ ঘটবে বলে তিনি জানান। তিনি আরো বলেন প্লাস্টিক ক্যারি ব্যাগ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এই উদ্যোগ। অপরদিকে বিশিষ্ট তবলা বাদক বন্ধন দাস জানান শিশুরা প্রায়ই বিভিন্ন প্যাকেট জাতীয় পণ্য খাবার খেয়ে থাকে সেই খাবার প্যাকেট প্লাস্টিকের হয় সেগুলো সমাজের পক্ষে ক্ষতিকর তাই সেগুলো যাতে বর্জন করা হয়।

পৌরসভা ও নগর উন্নয়ন দপ্তরের যৌথ উদ্যোগে পরিবেশ সচেতনতা করতে এই বিশেষ উদ্যোগ। আজ প্রত্যেক শিশুর হাতে তাদের শিশুর মনকে আরো বেশি উৎসাহিত করার জন্য প্রত্যেকে একটি করে মানপত্র ও চকলেট প্রদান করা হয়