অবতক খাবার :: আসানসোল ::   আসানসোল পুরনিগমের সাফাই কর্মীদের হাত পরিষ্কার রাখার জন্য যাতে স্যানিটাইজার কম না পড়ে, তারজন্য এগিয়ে এলো রানিগঞ্জের টিডিবি কলেজ। এই কলেজের ল্যাবে তৈরী করা হয়েছে ১০০ লিটার স্যানিটাইজার।

বৃহস্পতিবার কলেজের অধ্যক্ষ ডঃ আশীষ কুমার দে আসানসোল পুরনিগমের মেয়র তথা কলেজ পরিচালন সমিতির সভাপতি জিতেন্দ্র তেওয়ারির হাতে ১০ লিটার স্যানিটাইজার তুলে দেন। এই প্রসঙ্গে মেয়র, রানিগঞ্জের টিডিবি কলেজ এই সময়ে দারুণ একটা কাজ করেছে। এই স্যানিটাইজারের ব্যবহার আসানসোল পুরনিগমের সাফাই কর্মীরা করবেন। আপাততঃ কলেজের তরফে আমাদেরকে ১০ লিটার স্যানিটাইজার দেওয়া হয়েছে। বাকি ৯০ লিটার তাড়াতাড়ি আমাদের দেওয়া হবে।

তিনি আরো বলেন, এই সংকট পূর্ণ সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় লাগাতার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন ভাবে চেষ্টা চালাচ্ছেন। সেইদিক থেকে টিডিবি কলেজ একটা সফল ভূমিকা পালন করেছে।