অবতক খবর,১৩ ডিসেম্বরঃ আবাস প্লাস যোজনার কাজ কেমন হচ্ছে তা ঘুরে দেখতে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ির লোধা অধ্যুষিত অঞ্চল ঘুরে দেখলেন পশ্চিম মেদিনীপুর জেলাশাসক আয়েশা রানী। এলাকায় বেশ কিছু দুস্থ পরিবারের হাতে শীতবস্তও তুলে দেন জেলাশাসক। পরে কেশিয়াড়ির লাঙ্গামারা এলাকায় গিয়ে ঘুরে দেখেন যাদের তালিকায় নাম রয়েছে তারা সবাই বাড়ি পাচ্ছে কিনা। সরজামিনে খতিয়ে দেখেন তিনি।

যাদের পাকার বাড়ি রয়েছে অথচ তালিকায় নামও রয়েছে তা দেখে জেলা শাসক কার্যত স্তম্ভিত হন। যাদের পাকার বাড়ি রয়েছে তাদের নাম বাদ দেওয়ার ও নির্দেশ দেন তিনি। পরে যেই গ্রাম পঞ্চায়েত এলাকা আবাস ক্লাস যোজনার সার্ভেতে এখনো পিছিয়ে রয়েছে পঞ্চায়েত গুলি ঘুরে দেখলেন তিনি। দ্রুত সার্ভের কাজ শেষ করার জন্য টিম বাড়ানোর নির্দেশ বিডিওকে। পঞ্চায়েতের সচিবদের সাথেও কথা বললেন তিনি। পাশাপাশি তিনি লোধা পরিবার যাতে কোনোভাবেই বাজনা পড়ে যায় সে বিষয়ে ওবিসি নজর রাখার নির্দেশ দিয়েছেন।