অবতক খবর,৬ আগস্ট: এই কদিন আমরা যে সংবাদ দিচ্ছিলাম তার থেকে আজকের সংবাদ একটু অন্যরকম। আজ ৬ আগস্ট সন্ধ্যা সাতটা পর্যন্ত যে রিপোর্ট পাওয়া গেছে তাতে জানা যাচ্ছে যে,মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯০ জন।এদের মধ্যে ৩৯ জন চিকিৎসাধীন রয়েছেন। ২৩ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। ১৬ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং ৪৮ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ আক্রান্তের সংখ্যা ৫ জন।

এদিকে সূত্রে জানা গেছে যে, যারা আক্রান্ত হচ্ছেন তাদের মধ্যে ৫০% রয়েছেন রেল পরিবারের সদস্য। আরও জানা গেছে, এসডিও মারফত আবেদন করা হয়েছিল অন্ততপক্ষে এই জুলাই মাসে রেল ওয়ার্কশপ ৭ দিনের লকডাউনে রাখার জন্য কিন্তু রেল কর্তৃপক্ষের থেকে তেমন কোনো সাড়া পাওয়া যায়নি।

এইজন্য পৌর প্রশাসন এবং থানা প্রশাসন অত্যন্ত উদ্বিগ্ন। কারণ রেল প্রশাসন এখনো সতর্ক নন। ‌তারা লকডাউনের গুরুত্ব দিচ্ছেন না। প্রশাসনিকভাবে আবেদন করা সত্ত্বেও রেল ওয়ার্কশপ খোলা থাকছে। ফলতঃ সংক্রমণ সেই দিক থেকেই বেশি বাড়ছে বলে থানা প্রশাসন এবং পৌর প্রশাসন মনে করছেন।