অবতক খবর , নদীয়া :      আগামী ১৩ ও ১৪ই আগস্ট অর্থাৎবৃহস্পতিবার শুক্রবার পরপর দুদিন লকডাউন রাজ্যের সর্বত্র। স্বভাবতই জেলার বিভিন্ন প্রান্তের বাজারগুলোতে ছিলো উপরে উপচে পড়া ভিড়।

এক নজরে দেখে নিই নদীয়ার আজকের বাজার দর…
আলু ৩০ টাকা , আদা ১৭০ টাকা , রসুন ১৫০ টাকা, পিয়াজ ৩০ টাকা, বেগুন ৪০ টাকা, বিট গাজর ৪০ টাকা , উচ্ছে ৫০ টাকা, কচু ৩০ টাকা, বরবটি ৩০ টাকা, কাঁকরোল ৪০ টাকা পেঁপে ৪০ টাকা, সজনে ডাঁটা ১০০ টাকা, ক্যাপসিকাম ২০০ টাকা, মোচা ১০ টাকা পিস, ওল ৪০ টাকা, ঝিঙে ৩০ টাকা, কুমড়ো ২০ টাকা, মুলো ৪০ টাকা, কাঁচা লঙ্কা ২০০ টাকা। ফুলকপি ৩০ টাকা পিস, কাঁচকলা ১০ টাকা জোড়া, মোচা ১০ টাকা পিস।

মুরগির মাংস ১৬০ টাকা, খাসির মাংস ৬৫০ টাকা, বাটা মাছ ১৮০ টাকা, আস্ত রুই মাছ ২৫০ টাকা, কাতলা মাছ ৩০০ টাকা, পমফ্রেট মাছ ৪০০ টাকা, ইলিশ মাছ ৭০০ টাকা, গলদা চিংড়ি ৮০০ টাকা, চুনো মাছ ৫০০ টাকা , পোল্ট্রিমুরগির ডিম ৫ টাকা প্রতি পিস। দেশি মুরগি এবং হাঁসের ডিম ১০ টাকা প্রতি পিস।