অবতক খবর , রাজ্ , হাওড়া :- অহিন্দু সম্প্রদায়ের মানুষদের সঙ্গে নিয়ে গতকাল বঙ্গ ধ্বনি পদযাত্রা করে স্থানীয় নেতৃত্ব আব্বাসউদ্দীন খানের নেতৃত্বে শাসক দল খলিশানি মন্দিরে প্রবেশ করে।

সেখানে আবাসিক পুরোহিতদের মধ্যে দুয়ারে সরকারের প্রচার করে। কালকের ওই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে খলিশানি এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষ ওই মন্দিরকে শুদ্ধিকরণ করে। রীতিমত দুধ, গঙ্গা জল দিয়ে তারা মন্দির ধুয়ে পরিষ্কার করে।

এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা মানস চক্রবর্তী জানান গতকাল যেভাবে হিন্দু ধর্মীয় মানুষের ভাবাবেগ কে আঘাত করা হয়েছে , স্থানীয় শাসক দলের নেতাদের দ্বারা, তারই প্রতিবাদে আজকে ওই মন্দির তারা শুদ্ধ করছেন দুধ, গঙ্গাজল দিয়ে। তিনি আরও অভিযোগ করেন ধর্মীয় ভাবাবেগ নিয়ে শাসক দল রাজনীতি করছে।

তারা এই ঘটনার বিহিত চান ও তাদের শাস্তিমূলক পদক্ষেপ দাবি করেন। পাশাপাশি তিনি আরও জানান খলিশানি তথা সমস্ত হিন্দু সম্প্রদায়ের কাছে এই ঘটনার প্রতিবাদে তাদের পাশে এসে দাঁড়ানো উচিত। স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কে তিনি এই ঘটনার জন্য ধিক্কার জানান।