অবতক খবর , বিজু , বর্ধমান :- আসানসোলের ডিসেরগড় সহ বিভিন্ন এলাকায় একাধিক সরকারি প্রকল্পের উদ্ধোধনী অনুষ্ঠানে অনুপস্থিত কুলটির বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জি।এই নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।জানা গিয়েছে আসানসোল পৌরনিগমের উদ্যোগে ডিসেরগড় সহ বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক চুল্লি, শীতোতাপ নিয়ন্ত্রিত যাত্রী প্রতিক্ষালয় সহ বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্ধোধন করেন পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান জিতেন্দ্র তিওয়ারি।

সেই অনুষ্ঠানে পৌরনিগমের বিদায়ী কাউন্সিলররা উপস্থিত থাকলেও বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জি উপস্থিত ছিলেন না।তবে কেন উপস্থিত ছিলেন না এই প্রসঙ্গে পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান জিতেন্দ্র তিওয়ারি জানান উনি হয়তো বঙ্গধ্বনি যাত্রার কর্মসূচিতে ব্যস্ত ছিলেন তাই আসতে পারেননি।যদিও এই প্রসঙ্গে কুলটির বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জি জানান আমি রাজনীতি করি কোনো বড় কিছু পাওয়ার আসায় না।সকলের কাজের দায়িত্ব ভাগ আছে ,যার যেটা দায়িত্ব সে সেটাই করে। আমাদের দলে সেটাই নিয়ম।