অবতক খবর,২৩ মে: আজ সকালে বিজেপি প্রার্থী অর্জুন সিং এর কাছে একটা ফোন আসে এই পরিপেক্ষিতে অর্জুন সিং বলেন মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্থ ভৌমিকরা সব পারে আমাকে বলে মারাটা খুব কঠিন ব্যাপার আছে। নিকেতন বর্মা ডাকনাম ছোটু, বাবার নাম অনুপ বর্মা। যে নাম্বারটি থেকে ফোন করা হয়, সেই নাম্বারটি ট্র্যাক করা হয়েছে। পুলিশকে বিষয়টা জানানো হয়েছে এফ আই আর ও করব আজ।

পুলিশ কিছুই করেনি আমি খোঁজ নিয়ে জানতে পারি এই ছেলেটি ড্রাগের ব্যবসা করে। যতক্ষণ ওপরওয়াল আমাকে না মারবে ততক্ষণ আমাকে মারা কঠিন। কাল ইন্সট্রাকশনে এটা হয়েছে আমি জানি। যে ফোন থেকে ফোন টি করা হয়েছিল সাথে সাথে সেই নাম্বারটি ডিলিটও করে দেয়া হয়।

কিন্তু অর্জুন সিং সেই নাম্বারটিকে অন্য ফোনে ট্রান্সফার করে নিয়েছিল সাথে সাথে। তাই যিনি ফোনে হুমকি দিয়েছিলেন তার নাম জানতে পেরেছেন তিনি বলে দাবি অর্জুন সিং এর।