অবতক খবর,২৯ সেপ্টেম্বরঃ মুখ্যমন্ত্রীর নির্দেশে ২০১৮ সালে শুরু হয়েছিল রাজ্য শিক্ষা সংসদের অধীনে ছোট ছোট ছেলে মেয়েদের পড়ার জন্য ইংলিশ মাধ্যম স্কুল। উত্তর ২৪ পরগনা জেলায় বরানগর বনগাঁ এবং অশোকনগরে এই তিনটি স্কুল চালু করা হয়েছিল যাতে প্রায় সব মিলিয়ে ২০০০ এর কাছাকাছি ছাত্রছাত্রীরা পড়াশোনা করে। ভর্তির সময় বলা হয়েছিল পরবর্তীতে ক্লাস উত্তীর্ণ করে দেওয়া হবে ফলে আজকে যারা ফোরে পড়ছেন তাদের ফাইভে ভর্তি হওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে। আর এদিন অবিলম্বে ভবিষ্যৎ সুনিশ্চিত করতে ও ক্লাস উত্তীর্ণ করতে রাস্তায় নেমে রীতিমতো পথ অবরোধ করলেন খুদে পড়ুয়ারা। একে অপরের হাত ধরে ব্ল্যাকার হাতে চিৎকার করে নিজেদের দাবি আদায়ের চেষ্টা করলেন এই এক রতি রা। যা দেখে রীতিমতো রাস্তায় দাঁড়িয়ে গেল যানবাহন বিন্দুমাত্র কেউ প্রতিবাদ করল না খুদেদের।

প্রায় ৩০ মিনিটের ওপর রাস্তা অবরুদ্ধ থাকায় খবর পেয়ে প্রশাসন আসলেও ক্ষুদেদের সঙ্গে নিচু স্বরেই কথা বলতে দেখা গেল পুলিশ আধিকারিকদের। পরে অবশ্য অভিভাবকদের সঙ্গেও কথা বলেন প্রশাসনের আধিকারিকেরা। সমস্যার বিষয়ে জেনে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে বলেও জানান পুলিশের তরফ থেকে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে স্থানীয় বিধায়ক সহ শিক্ষা মন্ত্রী অব্দি আবেদন পৌঁছেছে বলেই জানান স্কুলের পরিচালন কমিটির সদস্য। তবে অবিলম্বে এই ছাত্র-ছাত্রীদের উচ্চ শ্রেণীতে উত্তীর্ণ না করলে পরবর্তীতে আরো দীর্ঘ আন্দোলনে নামার সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলেও খুদে পড়ুয়াদের পাশাপাশি অভিভাবকদের তরফ থেকেও হুমকি দেওয়া হয়। বৃহস্পতিবার এদিন কল্যাণগড় সংস্কৃত সংঘের প্রায় ৫০ জন পড়ুয়া জিরাট রোডে বাইপাসের ধারে কল্যাণগড় মোড় প্রায় ৩০ মিনিটের জন্য অবরুদ্ধ করে রাখে। পরে অবশ্য পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে স্বাভাবিক হয় যান চলাচল।